৪৪ দিন কোচিং সেন্টার বন্ধ থাকবে

নিজস্ব প্রতিবেদক
২৮ জুন ২০২৪

শনিবার (২৯ জুন) থেকে ১১ আগস্ট পর্যন্ত টানা ৪৪ দিন দেশের কোচিং সেন্টার বন্ধ থাকবে। চলতি বছরের এইচএসসি সমমান পরীক্ষা প্রশ্নফাঁস নকলমুক্ত পরীক্ষা নিশ্চিত করতে কোচিং সেন্টার বন্ধ রাখার নির্দেশনা দেওয়া হয়েছে। তবে এ সময়ে বিসিএস পরীক্ষার প্রস্তুতি কেন্দ্রিক কোচিং সেন্টারগুলো খোলা রাখা যাবে।

আগামী রোববার (৩০ জুন) থেকে সারা দেশে এইচএসসি ও সমমাননের পরীক্ষা শুরু হবে। এর আগে ৫ জুন শিক্ষা মন্ত্রণালয়ে এইচএসসি সমমান পরীক্ষা উপলক্ষে জাতীয় মনিটরিং আইনশৃঙ্খলা কমিটির সভায় কোচিং বন্ধ রাখার নির্দেশনা দেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী।

এদিকে, চলতি বছর ৯টি সাধারণ শিক্ষা বোর্ড, কারিগরি বোর্ড মাদরাসা বোর্ডের অধীনে এইচএসসি, আলিম, এইচএসসি (বিএম/বিএমটি), এইচএসসি (ভোকেশনাল), ডিপ্লোমা ইন কমার্স পরীক্ষায় ১৪ লাখ ৫০ হাজার ৭৯০ জন শিক্ষার্থী অংশ নেওয়ার কথা রয়েছে।

ওদিকে বন্যা পরিস্থিতির কারণে সিলেট অঞ্চলের চারটি জেলার এইচএসসি ও সমমানের পরীক্ষা জুলাই পর্যন্ত স্থগিত করা হয়েছে। জুলাই থেকে পূর্বঘোষিত সময়সূচিতে এসব জেলায় পরীক্ষা হবে। স্থগিত পরীক্ষাগুলোর সময়সূচি পরবর্তীতে প্রকাশ করা হবে।

 

বিডি২৪অনলাইন/এন/এমকে

 


মন্তব্য
জেলার খবর