টি-টোয়েন্টি বিশ্বকাপে প্রথমবারের মতো ফাইনালে উঠেছে দক্ষিণ আফ্রিকা। আর প্রথমবারই শিরোপা জিততে চায় প্রোটিয়ারা। ওদিকে ফাইনালে তাদের প্রতিপক্ষ ভারত, দ্বিতীয় বারের মতো ফাইনাল খেলবে টিম ইন্ডিয়া। ২০০৭ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপে চ্যাম্পিয়ন হওয়া ভারতের চোখমুখে এখন দ্বিতীয়বারের মতো শিরোপা ঘরে তোলার স্বপ্ন।
টি-টোয়েন্টি বিশ্বকাপ নবম আসরের ব্লকবাস্টার ফাইনালে মুখোমুখি হচ্ছে দক্ষিণ আফ্রিকা ও ভারত। বার্বাডোজের ব্রিজটাউনে ঢাকার সময় শনিবার (২৯ জুন) রাত সাড়ে ৮টায় শুরু হবে ফাইনাল ম্যাচটি। শিরোপা কোন দল নেবে, সেজন্য শেষ অবধি দেখতে হবে খেলা।
গ্রুপ পর্ব ও সুপার এইটের সবগুলো ম্যাচে অপরাজিত থেকে সেমিফাইনালে ওঠে দক্ষিণ আফ্রিকা। সেমিফাইনালে আফগানিস্তানকে ৯ উইকেটে হারিয়ে ফাইনালে ওঠে প্রোটিয়ারা। সেমি-ফাইনালের সহজ জয় ফাইনালের ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে বাড়তি আত্মবিশ্বাস যোগাবে বলেই মনে করছেন অনেকে।
ফাইনাল নিয়ে দলের প্রোটিয়া অধিনায়ক আইডেন মার্করাম বলেন, আমরা যখন বিশ্বকাপের জন্য আসি, শুধুমাত্র ফাইনালে খেলতে আসিনি। অন্য সব দলের মতো ফাইনাল জিততে এসেছি। আমরা বিশ্বের যে কোন দলের সাথেই লড়াই করতে পারি ও শিরোপা জিততে পারি বলে বিশ্বাস করি।
ওদিকে গ্রুপ ও সুপার এইট পর্বে দক্ষিণ আফ্রিকার চেয়ে একটি জয় কম পেয়েছে টিম ইন্ডিয়া। গ্রুপ পর্বে কানাডার বিপক্ষে ভারতের ম্যাচটি বৃষ্টিতে ভেস্তে যায়। এবারের টুর্নামেন্টে ভরাতের ব্যাটার-বোলাররা নিজেদের সেরাটা দিয়ে খেলে আসছে। ফলে তৃতীয়বারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে ওঠে ভারত। ২০০৭ সালে প্রথম বিশ্বকাপের শিরোপা জিতলেও ২০১৪ সালে শিরোপা হাতছাড়া হয় তাদের।
ফাইনালের আগে অধিনায়ক রোহিত শর্মা বলেন, ১৭ বছর পর টি-টোয়েন্টি বিশ্বকাপ ট্রফি জিততে মুখিয়ে আছে দলের সবাই। আশা করছি শিরোপা জয়ের উৎসবে মেতে উঠতে পারবো আমরা। ফাইনালে জিততে হলে ভাল ক্রিকেট খেলা ছাড়া অন্য কোন পথ নেই।
টুর্নামেন্টে ভারত এবার আক্রমণাত্মক ক্রিকেট খেলেছে জানিয়ে টিম ইন্ডিয়ার অধিনায়ক বলেন, ফাইনালেওে একই পরিকল্পনায় খেলতে চাই আমরা।
বিডি২৪অনলাইন/এস/এমকে