ডেমোক্র্যাট ভোটারদের মধ্যে অসন্তোষ ও আতঙ্ক

আন্তর্জাতিক ডেস্ক
২৯ জুন ২০২৪

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের প্রধান দুই প্রার্থী জো বাইডেন ডোনাল্ড ট্রাম্পের মধ্যে সরাসরি বিতর্কের পর ডেমোক্র্যাট ভোটারদের মধ্যে অসন্তোষ আতঙ্ক দেখা দিয়েছে। আতঙ্ক থেকে তারা মনে করছেন, বাইডেনের নির্বাচন থেকে সরে দাঁড়ানো উচিত। তাছাড়া বাইডেনের বদলে কে নির্বাচন করতে পারেন, সেটা নিয়ে  নিজেদের মধ্যে আলোচনা  করছেন।

ছয় মাসেরও কম সময় বাকি এখন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের। নির্বাচন ঘিরে দেশের প্রথা অনুযায়ী সম্প্রতি প্রধান দুই প্রার্থী জো বাইডেন ডোনাল্ড ট্রাম্পের মধ্যে এই বিতর্ক হয়। সেই বিতর্কে ট্রাম্পের জোরালো বক্তব্যের বিপরীতে অনেকটাই নিষ্প্রভ ছিলেন বাইডেন। খবর মার্কিন সংবাদমাধ্যম পলিটিকো।

খবরে বলা হয়েছে, তিনজন সম্ভাব্য ডেমোক্রেটিক প্রেসিডেন্ট প্রার্থীর ঘনিষ্ঠ ভোটকৌশলী বলেছেন, বিতর্কে বাইডেন ধরাশায়ী হলে তাদের কাছে দলের ভোটার অর্থদাতাদের থেকে একের পর এক বার্তা আসতে থাকে। আরেকজন ভোটকৌশলী বলেছেন, কিছু বার্তায় তাদের প্রার্থী যেন বাইডেনের বিকল্প হিসেবে এগিয়ে যায়, সে আবেদনও এসেছে।

দ্ইু দলের প্রেসিডেন্ট প্রার্থী বাছাইয়ে যুক্তরাষ্ট্রের ৫০টি অঙ্গরাজ্যেই ভোটাভুটি হয়েছে। ভোটাভুটিতে প্রতিটি অঙ্গরাজ্যেই বাইডেন তাঁর প্রায় সব প্রতিপক্ষকেই হারিয়েছেন। এরপরও বাইডেনকে সরে দাঁড়াতে হলে ডেমোক্র্যাটরা আরেকটি বড় সমস্যায় পড়বেন। সেটা হচ্ছে-বাইডেনের জায়গায় কে আসবেন।

বাম ঘরানার রাজনৈতিক কলাম লেখক নিকোলাস ক্রিস্টফ এরই মধ্যে বাইডেনের বিকল্প হিসেবে কয়েকজনের নাম প্রস্তাব করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি উল্লেখ করেন, বিতর্কে যা ঘটেছে, সেটা বাইডেন মেনে নেবেন। এছাড়া পুনরায় প্রেসিডেন্ট হওয়ার দৌড় থেকে নিজেকে প্রত্যাহার করে নেবেন তিনি। সেই সঙ্গে সম্মেলনে নতুন প্রেসিডেন্ট প্রার্থী বাছাইয়ের সুযোগ দেবেন।

 

বাইডেনের পরিবর্তে ডেমোক্রেটিক পার্টি থেকে কোন কোন রাজনীতিবিদ প্রেসিডেন্ট প্রার্থী হতে পারেন, তাদের কয়েকজনের নামও উল্লেখ করেছেন তিনি। তার করা তালিকায় মিশিগানের গভর্নর গ্রেচেন হোয়াইটমার, ওহিওর সিনেটর শেরোড ব্রাউন বা বাণিজ্যমন্ত্রী গিনা রাইমোন্ডোর নাম এসেছে।

তবে নির্বাচনের আগমুহূর্তে বাইডেন সরে যাওয়ার সম্ভাবনা নেই। বিষয়টি বাইডেনের সমালোচনা যারা করছেন. তারাও স্বীকার করছেন। বাইডেন নির্বাচন থেকে সরে দাঁড়াবেন কিনা, এমন প্রশ্নে নির্বাচনী প্রচারের এক সহযোগী জানান,অবশ্যই না।

 

বিডি২৪অনলাইন/আই/এমকে


মন্তব্য