শেরপুরে মারপিটে কৃষকের মৃত্যু

শেরপুর প্রতিনিধি
২৯ জুন ২০২৪

শেরপুর সদরের যোগিনীমুরা নামাপাড়ায় জমি নিয়ে বিরোধের জেরে মারপিটে  ছামেদুল হক কেনা (৬৫) নামে এক মারা গেছে। আহত হয়েছেন তিনজন। শনিবার (২৯ জুন) সকালে ঘটনা ঘটে। ছামেদুল হক কেনা শেরপুর সদর উপজেলার যোগিনীমুরা নামা পাড়ার মৃত সায়েদ আলী মন্ডলের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ছামেদুল হক কেনার সঙ্গে তার প্রতিবেশী হারুন সিদ্দিক খলিফাদের জমি নিয়ে বিরোধ চলছে। শনিবার সকালে বিরোধপূর্ণ জমিতে কলাগাছ লাগাতে যায় সিদ্দিক তার লোকজন। এ সময় বাধা দিলে প্রতিপক্ষের লোকজন ছামেদুল হক কেনার ওপর হামলা চালায়। এতে তিনি গুরুতর আহত হন। পরে শেরপুর জেলা হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক আহসানুল মতিন সৈকত বলেন, ছামেদুল হক কেনা হাসপাতালে আসার আগেই মারা গেছেন। কী কারণে তার মৃত্যু হয়েছে, সেটা তাৎক্ষণিক জানাতে পারেননি চিকিৎসক।

শেরপুর সদর থানার পরিদর্শক (তদন্ত) শফিকুল ইসলাম বলেন,এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

 

বিডি২৪অনলাইন/রাকিবুল আওয়াল পাপুল/সি/এমকে

 


মন্তব্য
জেলার খবর