সাতক্ষীরায় অনলাইন জুয়াচক্রের ১০ সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তাদের কাছে থেকে ১৬টি স্মার্টফোন জব্দ করা হয়েছে। শুক্রবার জেলার শ্যামনগর, আশাশুনি, দেবহাটা ও তালা উপজেলা থেকে তাদের গ্রেপ্তার করা হয়৷ এক প্রেস বিজ্ঞপ্তিতে এ কথা বলছে সাতক্ষীরা জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারেক ফয়সাল ইবনে আজিজ।
গ্রেপ্তারকৃতরা হলেন, তালা উপজেলার সুজনশাহা গ্রামের আব্দুল হামিদ রানা (৪০), উথালী গ্রামের সাইদুর রহমান (২৮), দক্ষিণ নলতা গ্রামের শাহিদুর রহমান (৪০), ডাঙ্গানলতা গ্রামের শাহাদৎ হোসেন (২৮), দেবহাটা উপজেলার মাঝ পারুলিয়া গ্রামের আব্দুল্লাহ আল-মামুন (৩০), শ্যামনগর উপজেলার পদ্মপুকুর গ্রামের আনিছুর সরদার (৩১), পাখিমারা গ্রামের কামাল হোসেন (৩০), একই গ্রামের উত্তরপাড়ার জিনারুল ইসলাম (২৫), খুটিকাটা গ্রামের মাহামুদুল হাসান (২৯) ও আশাশুনি এলাকার বল্লভপুর গ্রামের মুকুল হোসেন (৩২)।
ওসি তারেক ফয়সাল বিন ইবনে আজিজ জানান,দীর্ঘদিন ধরে তারা সংঘবদ্ধভাবে অনলাইনে অবৈধ জুয়ার সাইট পরিচালনা করে আসছিল। যেটা অনলাইন মনিটরিং এবং গোপন সংবাদের মাধ্যমে জেলা পুলিশের নজরে আসে। এরপর তাদের গ্রেপ্তারে অভিযান চালানো হয়। তাদের বিরুদ্ধে সাইবার নিরাপত্তা আইনে একটি মামলা হয়েছে বলে জানান ওই পুলিশ কর্মকর্তা।
বিডি২৪অনলাইন/কিশোর কুমার/সি/এমকে