গুরুদাসপুরে হুইল চেয়ার-সেলাই মেশিন-কৃষি উপকরণ বিতরণ

গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি
২৯ জুন ২০২৪

নাটোরের গুরুদাসপুরে হুইল চেয়ার, সেলাই মেশিন, দীর্ঘমেয়াদী দুরারোগ্য রোগে আক্রান্তদের চিকিৎসার জন্য অর্থের চেক কৃষি উপকরণ বিতরণ করা হয়েছে। প্রধানমন্ত্রীর বিশেষ বরাদ্দ থেকে শনিবার (২৯ জুন)  উপজেলা পরিষদ মিলনায়তনে সংশ্লিষ্ট উপকারভোগীদের মাঝে এসব হস্তান্তর করা হয়।

জানা গেছে, স্থানীয় ২০ জন বিশেষ চাহিদা সম্পন্নদের মধ্যে ২০ টি হুইল চেয়ার, ২০ জন দুঃস্থ রোগীর প্রত্যেককে ৫০ হাজার টাকার চেক এবং ক্ষুদ্র প্রান্তিক হাজার ১৬০ জন কৃষকের প্রতিজনের মাঝে কেজি করে আমন ধান বীজ, ১০ কেজি ডিএপি ১০ কেজি এমওপি সার বিতরণ করা হয়েছে।

উপজেলা পরিষদ মিলনায়তনে এ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সালমা আক্তার সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে স্থানীয় সংসদ সদস্য সিদ্দিকুর রহমান পাটোয়ারী, উপজেলা চেয়ারম্যান আহম্মদ আলী,পৌর মেয়র মো. শাহনেওয়াজ আলী,ভাইস চেয়ারম্যান শাহিদা আক্তার,ইউপি চেয়ারম্যান আইয়ুব আলী,মিজানুর রহমান সুজা,মাহবুবুর রহমান,আব্দুল বারী, উপজেলা কৃষি কর্মকর্তা হারুনর রশীদ,সমাজ সেবা কর্মকর্তা শফিকুল ইসলাম,প্রকৌশলী মিলন মিয়া প্রমুখ উপস্থিত ছিলেন।

 

বিডি২৪অনলাইন/সাজেদুর রহমান সাজ্জাদ/সি/এমকে

 


মন্তব্য
জেলার খবর