শত কোটি টাকা নিয়ে পালিয়ে যাওয়া এনজিও পরিচালক আটক

সাতক্ষীরা প্রতিনিধি
২৯ জুন ২০২৪

গ্রাহকদের শত কোটি টাকা নিয়ে ভারতে পালিয়ে যাওয়া সাতক্ষীরার প্রগতি সঞ্চয় ঋণদান কো-অপারেটিভ সোসাইটির নির্বাহী পরিচালক প্রাণনাথ দাসকে (৪৬) আটক  করেছে পুলিশ। শনিবার (২৯ জুন) ভোর রাতে পুরাতন সাতক্ষীরায় তার নিজের বাসা থেকে আটক  করা হয়।

প্রাণনাথ দাস  সাতক্ষীরা  জেলার  দেবহাটা উপজেলার টিকেট গ্রামের মৃত জুড়ন দাসের ছেলে।

জানা গেছে, প্রাননাথ  দাস বছরখানেক আগে তার ঋন দান সমিতির গ্রাহকদের  কাছে থেকে শত কোটি টাকা হাতিয়ে নেন। এরপর পরিবার সঙ্গে নিয়ে ভারতে পালিয়ে যান। এ সংক্রান্ত খবর পত্রিকায়  প্রকাশ হলে কয়েক মাস আগে তিনি ভারতেও গ্রেফতার হনে। সেখানে বেশকিছুদিন হাজতবাস শেষে গোপনে দেশে ফেরেন। দেশে ফিরে সাতক্ষীরা শহরে তার বাড়ি গোপনে বিক্রি করতে থাকেন। বিষয়টি পুলিশের নজরে আসলে পুলিশ অভিযান চালিয়ে তাকে আটক করে।

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিদুল ইসলাম জানান, প্রাননাথ  দাসকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে  আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

 

বিডি২৪অনলাইন/কিশোর কুমার/সি/এমকে


মন্তব্য
জেলার খবর