এমপি শাহরিয়ার আলমকে বহিষ্কারের দাবিতে মুক্তিযোদ্ধাদের মানববন্ধন

সৌমেন মন্ডল, রাজশাহী
২৯ জুন ২০২৪

রাজশাহী-৬ আসনের সংসদ সদস্য শাহরিয়ার আলমকে আওয়ামী লীগ থেকে অবিলম্বে বহিষ্কারের দাবিতে রাজশাহীতে মানবন্ধন হয়েছে। নগরীর সাহেব বাজার জিরো পয়েন্টে শনিবার (২৯ জুন) এ মানববন্ধন হয়।

মহান মুক্তিযুদ্ধের সংগঠক জাতীয় নেতা শহীদ .এইচ.এম কামারুজ্জামানের সন্তান রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটনের বিরুদ্ধে অপপ্রচার ষড়যন্ত্র করার প্রতিবাদে এ মানববন্ধনের আয়োজন করে রাজশাহী জেলা মহানগর মুক্তিযোদ্ধা সংসদ কমান্ড, সেক্টর কমান্ডার্স ফোরাম মুক্তিযুদ্ধ৭১ মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড।

মানববন্ধনে সভাপতিত্ব করেন রাজশাহী মহানগর মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা ডা. আব্দুল মান্নান। বক্তব্য দেন- বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামাল, বীর মুক্তিযোদ্ধা আবুল বাসার, বীর মুক্তিযোদ্ধা আবুল হাসান খন্দকার, বীর মুক্তিযোদ্ধা এ্যাড. এন্তাজুল হক বাবু, বীর মুক্তিযোদ্ধা এ্যাড. সাইফুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা ইয়াসিন আলী, বীর মুক্তিযোদ্ধা এ্যাড. মতিউর রহমান।

মানববন্ধনে বক্তারা বলেন, বাঘা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম বাবুল আওয়ামী লীগের একজন অত্যন্ত পরিশ্রমী   নিবেদিত নেতা ছিলেন। বাঘা দলিল লেখক সমিতির কমিটি নিয়ে সংঘর্ষে মৃত্যু হয় তার।  এ সংঘর্ষের মূল পরিকল্পনাকারী শাহরিয়ার আলম এমপি। অথচ এ ঘটনায় তিনবারের নির্বাচিত মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটনের বিষয়ে ধৃষ্টতাপূর্ণ মন্তব্যসহ ষড়যন্ত্র অপপ্রচার করছেন শাহরিয়ার আলম এমপি। তার এ ন্যাক্কারজনক ঘটনার তীব্র নিন্দা প্রতিবাদ জানাচ্ছি আমারা। আমরা বীর মুক্তিযোদ্ধারা বাবুল হত্যার বিচার চাই এবং দোষীদের দৃষ্টান্তমুলক শাস্তি চাই। সেই সঙ্গে শাহরিয়ার আলমকে  আওয়ামী লীগ থেকে বহিষ্কারের দাবি জানাই।

 

বিডি২৪অনলাইন/সি/এমকে


মন্তব্য
জেলার খবর