ভারী থেকে অতি ভারী বর্ষণের আভাস

নিজস্ব প্রতিবেদক
২৯ জুন ২০২৪

শনিবার সন্ধ্যা ৬টা পরবর্তী ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন অঞ্চলে ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। সেই সঙ্গে ৮ বিভাগের অধিকাংশ জায়গায়  হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। বৃষ্টিপাতের সময় দমকা বা ঝড়ো হাওয়া বইতে পারে।

আবহাওয়া অধিদপ্তরের ঝড় সতর্কীকরণ কেন্দ্র থেকে দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে তথ্য জানানো হয়েছে। আবহাওয়া অধিদপ্তর বলছে, মৌসুমি বায়ু  দেশের ওপর সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরের অন্যত্র প্রবল অবস্থায় রয়েছে। এর প্রভাবে বৃষ্টি হতে পারে। সারা দেশে দিন রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

শনিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে পাবনার ঈশ্বরদীতে, ৩৫ দশমিক ডিগ্রি সেলসিয়াস। বিপরীতে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে বান্দরবানে ২৪ দশমিক ডিগ্রি সেলসিয়াস।

 

বিডি২৪অনলাইন/এন/এমকে

 


মন্তব্য
জেলার খবর