৭ অক্টোবর থেকে এ পর্যন্ত ফিলিস্তিনিদের ওপর হামলা চালাতে ইসরায়েলকে ২০ হাজারের বেশি বোমা দিয়েছে যুক্তরাষ্ট্র। এর মধ্যে দুই হাজার পাউন্ডের বোমা, হেলফায়ার মিসাইল ও ক্ষেপণাস্ত্র রয়েছে। দুই মার্কিন কর্মকর্তার বরাত দিয়ে এ খবর প্রকাশ করেছে বার্তা সংস্থা রয়টার্স।
খবরে বলা হয়েছে, ৯ অক্টোবর থেকে ৯ মাসে দুই হাজার পাউন্ডের ১৪ হাজার এমকে-৮৪ বোমা, ৫০০-পাউন্ডের সাড়ে ছয় হাজার বোমা, এয়ার-টু-গ্রাউন্ড ক্ষেপণাস্ত্র ৩ হাজার ও ১ হাজার বাঙ্কার বিধ্বংসী বোমা ইসরায়েলকে পাঠিয়েছে যুক্তরাষ্ট্র। এর বাইরে নির্ভুলভাবে লক্ষ্যবস্তুতে হামলা চালানোর জন্য হাজার হাজার হেলফায়ার ক্ষেপণাস্ত্র দেওয়া হয়েছে।
সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজের অস্ত্র বিশেষজ্ঞ টম কারাকো বলেছেন, সুস্পষ্টভাবে এ তালিকা মিত্র ইসরায়েলের প্রতি যুক্তরাষ্ট্রের সমর্থন প্রকাশ করে।
এদিকে, এখানো গাজায় দখলদার ইসরায়েলি বাহিনীর বর্বরতা চলছে। শনিবার (২৯ জুন) দক্ষিণ গাজার রাফা শহরে ইসরাযেলি বিমান হামলায় বেশ কয়েকজন নিহত হয়েছেন। গাজা সিটির পানি সরবরাহ কেন্দ্রে হামলা চালিয়েও বেশ কয়েকজনকে হত্যা করেছে দখলদাররা। একদিনে প্রায় অর্ধশত ফিলিস্তিনি নিহত, অন্তত আড়াইশ মানুষ আহত হয়েছেন তাদের হামলায়। তবে লড়াই করে যাচ্ছে হামাসও।
বিডি২৪অনলাইন/আই/এমকে