সাংবাদিকের বিরুদ্ধে ইউপি চেয়ারম্যানের মামলা

পঞ্চগড় প্রতিনিধি
৩০ জুন ২০২৪

পঞ্চগড়ের সাংবাদিক সাইদুজ্জামান রেজার নামে মামলা করেছেন দেবীগঞ্জ উপজেলার পামুলি ইউনিয়নের চেয়ারম্যান মনি ভূষণ রায়। গত ২৪ জুন রংপুরের সাইবার টাইবুন্যালে   মামলা হয়েছে। বিচারক বাদির আর্জি আমলে নিয়ে দেবীগঞ্জ থানার ওসিকে   আগস্টের মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন।

সম্প্রতি ওই চেয়ারম্যানের বিষয়ে নারী কেলেঙ্কারির সংক্রান্ত সংবাদ প্রকাশ হয়। এরপরই মামলাটি করা হয়েছে। যদিও চেয়ারম্যান মামলার অভিযোগ করেছেন, সাইদুজ্জামান রেজা তার ফেসবুক আইডি থেকে জুন চেয়ারম্যানের ব্যাপারে পর্নোগ্রাফি সংক্রান্ত ব্যাপক প্রচার করেছেন।

মামলায় সাংবাদিক সাইদুজ্জামান রেজাসহ জনকে আসামি করা হয়েছে। সাংবাদিক সাইদুজ্জামান রেজা দৈনিক সকালের সময় নাগরিক টেলিভিশনের পঞ্চগড় জেলা প্রতিনিধি। এছাড়াপঞ্চগড় জেলা রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন তিনি।

এদিকে সাংবাদিকের নামে করা মামলাটিকে মিথ্যা হয়রানিমূলক হিসেবে অভিহিত করেছেন জেলার সাংবাদিকরা। তারা মামলার ঘটনায় তীব্র  নিন্দা প্রতিবাদ জানিয়েছে।

 

বিডি২৪অনলাইন/সম্রাট হোসাইন/সি/এমকে


মন্তব্য
জেলার খবর