মামলা জট ৪১ লাখ ৯ হাজার

নিজস্ব প্রতিবেদক
৩০ জুন ২০২৪

দেশের বিভিন্ন আদালতে ৪১ লাখ হাজার ৭৫৫টি মামলা বিচারাধীন রয়েছে। এসব মামলা নিষ্পত্তি করার জন্য বিচার বিভাগে যে বিচারক আছে তা অপ্রতুল। রোববার (৩০ জুন) জাতীয় সংসদে কথা জানান আইন, বিচার সংসদবিষয়ক মন্ত্রী আনিসুল হক। অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার . শিরীন শারমিন চৌধুরী।

আনিসুল হক বলেন, ২০০৯ সালে জুডিশিয়ারির সক্ষমতা ছিল ৮০০ বিচারক। সেই জুডিশিয়ারির সক্ষমতা এখন প্রায় হাজার বিচারক। আরও আদালত বাড়ানোর জন্য প্রস্তাব দেওয়া আছে। ১৫৮টি আদালত খুব শিগগিরই বেড়ে যাবে।

মামলা জট নিরসনে সরকারের নেওয়া বিভিন্ন পদক্ষেপের কথা এ সময় সংসদে  তুলে ধরেন মন্ত্রী। বলেন, প্রধানমন্ত্রী প্রকল্প নিয়ে ৬৪ জেলায় চিফ জুডিসিয়াল ম্যাজিট্রেসি চিফ মেট্রোপলিটন ম্যাজিট্রেসি আদালত স্থাপনের পরিকল্পনা নেন। এর মধ্যে ৪১টি হয়ে গেছে। আরও ২৩টি হচ্ছে এবং খুব শিগগিরই হয়ে যাবে।

আইনমন্ত্রী বলেন, আজ থেকে ১৭ বছর আগের কথা যদি বলা হয়, ২০০৭/০৮ সালে মামলা জট বর্তমানের চেয়ে কিছুটা কম ছিল। ৩৫ লাখ বা ৩২ লাখের মতো ছিল।

 

বিডি২৪অনলাইন/এন/এমকে


মন্তব্য
জেলার খবর