সম্পদ কমেছে মমতার

২৬ মার্চ ২০২১

চলতি বছর বিধানসভা নির্বাচনে নন্দীগ্রাম থেকে লড়াই করছেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ইতোমধ্যেই মনোনয়নপত্র পেশ করেছেন তিনি।

নিয়ম অনুযায়ী তার স্থাবর-অস্থাবর সম্পত্তির পরিমাণও তিনি জানিয়েছেন নির্বাচন কমিশনকে। এই তথ্য সামনে আসতেই দেখা গেল মমতা বন্দ্যোপাধ্যায়ের সম্পত্তির পরিমাণ ৪৫ শতাংশেরও বেশি কমেছে।

তৃণমূলনেত্রী তার যে সম্পত্তির পরিমাণ নির্বাচনী হলফনামায় পেশ করেছেন, তাতে দেখা যাচ্ছে তার সম্পত্তির পরিমাণ ১৬ লাখ ৭২ হাজার ৩৫২ রুপি। ২০১৬ সালের বিধানসভা নির্বাচনে হলফনামা পেশের সময় মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন যে, তার সম্পত্তির পরিমাণ ছিল ৩০ লাখ ৭৫ হাজার রুপি। 


মন্তব্য
জেলার খবর