উইকেট শিকারীর সেরা পাঁচে রিশাদ

নিজস্ব প্রতিবেদক
০১ জুলাই ২০২৪

টি-টোয়েন্টি বিশ্বকাপের নবম আসরে উইকেট শিকারীর তালিকায় সেরা পাঁচের মধ্যে আছেন বাংলাদেশের স্পিনার রিশাদ হোসেন। টুর্নামেন্টের ৭ ম্যাচ তিনি ১৪টি  উইকেট শিকার করেছেন। তার সঙ্গে তালিকায় একই জায়গায় আছেন আফগানিস্তানের অধিনায়ক রশিদ খান। তিনি ৮ ম্যাচে খেলে রিশাদের সমান উইকেট নিয়েছেন।

টুর্নামেন্টে যৌথভাবে সর্বোচ্চ উইকেট শিকার করে এ তালিকায় শীর্ষে আছেন দুই পেসার আফগানিস্তানের ফজলহক ফারুকি ভারতের অর্শদীপ সিং।  তারা দুজনেই ৮ ম্যাচ করে খেলে  ১৭টি করে উইকেট শিকার করেন। তবে  ফারুকির ইকোনমি .৩১ এবং আর্শদীপের .১৬।

তালিকায় তৃতীয়স্থানে আছেন ভারতের পেসার জসপ্রিত বুমরাহ। ম্যাচে .১৭ ইকোনমি রেটে ১৫ উইকেট শিকার করেন তিনি। বুমরাহর মতো ১৫ উইকেট নেন দক্ষিণ আফ্রিকার পেসার এনরিচ নর্টি। ম্যাচে তার ইকোনমি রেট ৫.৭৪।

বিডি২৪অনলাইন/এস/এমকে


মন্তব্য
জেলার খবর