মন্তব্য
দেশের বাজারে ডিজেল ও কেরোসিনের দাম লিটার প্রতি ১ টাকা কমানো হয়েছে। পহেলা জুলাই (সোমবার) থেকে এ দর কার্যকর হবে। পেট্রোল ও অকটেনের দাম আগের মতোই অপরিবর্তিত রয়েছে।
রোববার (৩০ জুন) এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়। ৫ মাস ধরে আন্তর্জাতিক বাজারের সঙ্গে মিল রেখে জ্বালানি তেলের মূল্য স্বয়ংক্রিয়ভাবে নির্ধারণ করে আসছে সরকার।
এর আগে জুন মাসে ডিজেলে দাম ১০৭ টাকা, পেট্রোলের দাম ১২৭ টাকা ও অকটেনের দাম ১৩১ টাকা নির্ধারণ করা হয়।
বিডি২৪অনলাইন/ই/এমকে