কমেছে ডিজেল ও কেরোসিনের দাম

নিজস্ব প্রতিবেদক
০১ জুলাই ২০২৪

দেশের বাজারে ডিজেল কেরোসিনের দাম লিটার প্রতি ১ টাকা কমানো হয়েছে। পহেলা জুলাই (সোমবার) থেকে এ দর কার্যকর হবে। পেট্রোল অকটেনের দাম আগের মতোই অপরিবর্তিত রয়েছে।

রোববার (৩০ জুন) এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে বিদ্যুৎ, জ্বালানি খনিজসম্পদ মন্ত্রণালয়। ৫ মাস ধরে আন্তর্জাতিক বাজারের সঙ্গে মিল রেখে জ্বালানি তেলের মূল্য স্বয়ংক্রিয়ভাবে নির্ধারণ করে আসছে সরকার।    

এর আগে জুন মাসে ডিজেলে দাম ১০৭ টাকা, পেট্রোলের দাম ১২৭ টাকা অকটেনের দাম ১৩১ টাকা নির্ধারণ করা হয়।

 

বিডি২৪অনলাইন/ই/এমকে


মন্তব্য
জেলার খবর