মামলার বাদিপক্ষকে প্রাণনাশের হুমকি

পঞ্চগড় প্রতিনিধি
০১ জুলাই ২০২৪

পঞ্চগড় সদর উপজেলার ধর্ষণ গর্ভপাত সংক্রান্ত মামলার বাদিপক্ষকে মারপিট সুযোগ পেলে জখমসহ খুন করার হুমকি দেওয়া হয়েছে। এ ঘটনায় সম্প্রতি জিডি করেছেন মামলাটির এক স্বাক্ষী।

 কানাপাড়া এলাকায় ধর্ষন তার সম্মতি ছাড়া গর্ভপাত ঘটানোর অভিযোগে,করা মামলায় ছলেমান হাবিবুর হাজতে থাকলেও, তার স্বজনদের মামলা তুলে নিতে বাদীপক্ষকে হুমকি দেয়ার অভিযোগ উঠেছে।এবিষয়ে থানায় সম্প্রতি একটি সাধারন ডায়েরি করেছেন কানাপাড়া এলাকার ভুক্তভোগী ওই মামলার স্বাক্ষী জসিম উদ্দিন।

মামলাটির আসামিরা-সদর উপজেলার পূর্ব শিংপাড়া এলাকার ছলেমান আলী কানাপাড়া এলাকার হাবিবুর রহমান হাবিব। তারা দুজনেই বর্তমানে জেলহাজতে রয়েছে।

জিডিতে উল্লেখ করা হয়েছে,  আসামি হাবিবুর রহমানের পরিবারের লোকজন তার বন্ধু হামিদুল, সাহাব উদ্দিন, আজিজার রহমান মনির এ হুমকি ভয়ভীতি প্রদর্শন করে। এতে বাদি স্বাক্ষীর পরিবারের লোকজন নিরাপত্তাহীনতায় ভুগছেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা উপপরিদর্শক নজরুল ইসলাম জানান, আসামি দুজনই হাজতে। বাদি ও বিবাদি পরস্পর আত্মীয়। এ মামলায় তদন্তের জন্য ছলেমানের ডিএনএ টেস্ট করা হয়েছে।  তদন্ত শেষে আদালতে প্রতিবেদন দেওয়া হবে।

 

বিডি২৪অনলাইন/সম্রাট হোসাইন/সি/এমকে

 


মন্তব্য
জেলার খবর