পঞ্চগড় সদর উপজেলার ধর্ষণ ও গর্ভপাত সংক্রান্ত মামলার বাদিপক্ষকে মারপিট ও সুযোগ পেলে জখমসহ খুন করার হুমকি দেওয়া হয়েছে। এ ঘটনায় সম্প্রতি জিডি করেছেন মামলাটির এক স্বাক্ষী।
কানাপাড়া এলাকায় ধর্ষন ও তার সম্মতি ছাড়া গর্ভপাত ঘটানোর অভিযোগে,করা মামলায় ছলেমান ও হাবিবুর হাজতে থাকলেও, তার স্বজনদের মামলা তুলে নিতে বাদীপক্ষকে হুমকি দেয়ার অভিযোগ উঠেছে।এবিষয়ে থানায় সম্প্রতি একটি সাধারন ডায়েরি করেছেন কানাপাড়া এলাকার ভুক্তভোগী ওই মামলার স্বাক্ষী জসিম উদ্দিন।
মামলাটির আসামিরা-সদর উপজেলার পূর্ব শিংপাড়া এলাকার ছলেমান আলী ও কানাপাড়া এলাকার হাবিবুর রহমান হাবিব। তারা দুজনেই বর্তমানে জেলহাজতে রয়েছে।
জিডিতে উল্লেখ করা হয়েছে, আসামি হাবিবুর রহমানের পরিবারের লোকজন ও তার বন্ধু হামিদুল, সাহাব উদ্দিন, আজিজার রহমান ও মনির এ হুমকি ও ভয়ভীতি প্রদর্শন করে। এতে বাদি ও স্বাক্ষীর পরিবারের লোকজন নিরাপত্তাহীনতায় ভুগছেন।
মামলার তদন্তকারী কর্মকর্তা উপপরিদর্শক নজরুল ইসলাম জানান, আসামি দুজনই হাজতে। বাদি ও বিবাদি পরস্পর আত্মীয়। এ মামলায় তদন্তের জন্য ছলেমানের ডিএনএ টেস্ট করা হয়েছে। তদন্ত শেষে আদালতে প্রতিবেদন দেওয়া হবে।
বিডি২৪অনলাইন/সম্রাট হোসাইন/সি/এমকে