দুর্নীতিবাজ কাউকে ছেড়ে দেওয়ার নজির নেই: মন্ত্রিপরিষদ সচিব

নিজস্ব প্রতিবেদক
০১ জুলাই ২০২৪

দুর্নীতি করে পালিয়ে যাওয়া সম্ভব না বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন। বলেছেন, দুর্নীতি প্রমাণিত হওয়ার পরে সরকার কাউকে ছেড়ে দিয়েছে এমন নজির নেই।

সোমবার (০১ জুলাই) রাজধানী ঢাকায় সচিবালয়ে মন্ত্রিসভা বৈঠক শেষে সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এসব কথা বলেন। দুর্নীতিবাজ কর্মকর্তাদের প্রতি কোনো সহানুভূতি দেখানো হবে না বলেও এ সময় দাবি করেন সচিব।

মন্ত্রিপরিষদ সচিব বলেন, দুর্নীতি সবাই করে না। যারা দুর্নীতি করছে, সরকারের নজরে এলেই তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে।

প্রসঙ্গত সম্প্রতি কয়েকজন সরকারি কর্মকর্তা তাদের পরিবারের সদস্যদের বিরুদ্ধে দুর্নীতির খবর প্রকাশ পেয়েছে। এর মধ্যেই কিছু কর্মকর্তার দুর্নীতির বিষয়ে দুদক তাদের তদন্তের কাজ শুরু করেছে।

 

বিডি২৪অনলাইন/এন/এমকে


মন্তব্য
জেলার খবর