জুলাই মাসে দেশে স্বাভাবিকের তুলনায় বেশি বৃষ্টিপাত হতে পারে। ভারি বৃষ্টির কারণে দেশের উত্তরাঞ্চল, উত্তর-পূর্বাঞ্চল, উত্তর-পশ্চিমাঞ্চল, উত্তর-মধ্যাঞ্চল এবং মধ্যাঞ্চলের কিছু এলাকায় স্বল্প থেকে মধ্যমেয়াদি বন্যা দেখা দিতে পারে। এছাড়া দক্ষিণ-পূর্ব পার্বত্য অববাহিকার কিছু এলাকায় স্বল্পমেয়াদি বন্যা হতে পারে। তাছাড়া এ মাসে কয়েকদিন বজ্রঝড়, তাপপ্রবাহের আশঙ্কা রয়েছে।
সোমবার (১ জুলাই) দেওয়া মধ্যমেয়াদি পূর্বাভাসে এ তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। পূর্বাভাসে বলা হয়েছে, জুলাই মাসে বঙ্গোপসাগরে এক থেকে দুটি লঘুচাপ সৃষ্টি হতে পারে। এর মধ্যে একটি নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা আছে। দেশের উত্তর, উত্তর-পশ্চিম ও মধ্যাঞ্চলে তিন থেকে চার দিন মাঝারি ধরনের বজ্রঝড় হতে পারে। তাছাড়া এ মাসে ১-২টি মৃদু তাপপ্রবাহ বয়ে যেতে পারে।
বিডি২৪অনলাইন/এন/এমকে