তিন বছরে সর্বোচ্চ রেমিট্যান্স এসেছে জুনে

নিজস্ব প্রতিবেদক
০২ জুলাই ২০২৪

দেশে ৩৫ মাসের মধ্যে সর্বোচ্চ পরিমাণ রেমিট্যান্স এসেছে গেল জুন মাসে। এ মাসে আসা রেমিট্যান্সের পরিমাণ আড়াই বিলিয়ন ডলার (.৫৪ বিলিয়ন)। নানা উদ্যোগের ফলে বৈধপথে দেশে রেমিট্যান্স আসা বাড়ছে। আগামীতেও ধারা অব্যাহত থাকবে বরে আশা প্রকাশ করছেন কেন্দ্রীয় ব্যাংক  সংশ্লিষ্টরা।

জনু মাসে যে পরিমাণ রেমিট্যান্স এসেছে, সেটা বাংলাদেশি টাকায় ভাঙালে টাকার অঙ্ক দাঁড়ায় প্রায় ২৯ হাজার ৯৯৫ কোটি টাকা। এর আগে ২০২০-২১ অর্থবছরের জুলাই মাসে এসেছিল ২৫৯ কোটি ৮২ লাখ ডলারের রেমিট্যান্স।

 তথ্য বলছে, সদ্য বিদায়ী অর্থবছরের (২০২৩-২৪ ) পুরো সময়ে প্রায় ২৪ বিলিয়ন (২৩ দশমিক ৯১ বিলিয়ন) ডলার রেমিট্যান্স এসেছে দেশে। এর আগের অর্থবছরে আসা রেমিট্যান্সের পরিমাণ ছিল হাজার ১৬১ কোটি ডলার। সে হিসাবে এক বছরের ব্যবধানে ২৩১ কোটি ডলার রেমিট্যান্স বেড়েছে।

গত মে মাসে দেশে ২২৫ কোটি ৩৮ লাখ ডলারের রেমিট্যান্স  এসেছে । সে হিসাবে মে মাসের তুলনায় জুনে ২৮ কোটি ৮২ লাখ ডলার বেশি এসেছে। গত বছরের জুনে এসেছিল ২১৯ কোটি ৯০ লাখ ডলারের রেমিট্যান্স। সে হিসাবে গত বছরের জুনের তুলনায় চলতি বছরের জুনে ৩৪ কোটি ৩০ লাখ ডলার বেশি এসেছে বৈদেশিক আয়।

জানা গেছে, রেমিট্যান্সে ডলারের ক্ষেত্রে অনানুষ্ঠানিক চ্যানেলের সঙ্গে ব্যাংকের দরের পার্থক্য কমেছে। তাছাড়া বাংলাদেশ ব্যাংক রেমিট্যান্স বাড়াতে অনেক চেষ্টা করছে। ব্যাংকগুলোও প্রবাসীদের উৎসাহিত করছে। এসব কারণে রেমিট্যান্স বাড়ছে।

 

বিডি২৪অনলাইন/ই/এমকে


মন্তব্য
জেলার খবর