বিপিএলের প্লেয়ার্স ড্রাফট সেপ্টেম্বরে

নিজস্ব প্রতিবেদক
০২ জুলাই ২০২৪

২০২৫ সালের বিপিএল আসরের জন্য প্লেয়ার্স ড্রাফট আগামী সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে হতে পারে। ইতোমধ্যে গত আসরে অংশ নেওয়া ফ্র্যাঞ্চাইজিগুলোর সঙ্গে  যোগাযোগ শুরু  হয়েছে।

আইসিসি নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের নবম আসর অক্টোবরে হবে। বাংলাদেশে অনুষ্ঠেয় এ আসরের ব্যস্ততার মাঝে বিপিএল নিয়ে কোনো সমস্যায় যেন পড়তে না হয়, সে জন্য আগেভাগেই কাজ সেরে নিচ্ছে বিসিবি।

বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) নিজামউদ্দিন চৌধুরী সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, গত বছরের বিপিএল আসরে অংশ নেওয়া বেশিরভাগ দল জানিয়েছে তারা থাকছে। তবে দুই-একটা দল এখনো জানায়নি। জানালে পরবর্তীতে করণীয় করা হবে।

 

বিডি২৪অনলাইন/এস/এমকে


মন্তব্য
জেলার খবর