গাজা থেকে ইসরায়েলি বিভিন্ন প্রান্তে দফায় দফায় মুহুর্মুহু রকেট হামলা চালিয়েছে ফিলিস্তিনের সশস্ত্র গোষ্ঠী ইসলামিক জিহাদ। তবে এ হামলায় হতাহতের কোনো ঘটনা ঘটেনি। এদিকে, ইসরায়েলি অধিকৃত পশ্চিম তীরেও সহিংসতা ছড়িয়ে পড়েছে। খবর রয়টার্স
হামলার বিষয়ে ইসরায়েলের সামরিক বাহিনী বলেছে, ইসরায়েলের বিভিন্ন প্রান্তে গাজা থেকে প্রায় ২০টি রকেট নিক্ষেপ করা হয়েছে। ইসলামিক জিহাদ বলেছে, ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে ইহুদিবাদী শত্রুর অপরাধের প্রতিক্রিয়ায় এ রকেট নিক্ষেপ করেছে তাদের যোদ্ধারা।
গত বছরের ৭ অক্টোবর থেকে গাজায় আগ্রাসন চালিয়ে আসছে দখলদার ইসরায়েলি বাহিনী। এ হামলায় এখন পর্যন্ত ৩৭ হাজার ৮৭৭ ফিলিস্তিনি নিহত ৮৭ হাজারের কাছাকাছি মানুষ আহত হয়েছে। ইসরায়েলি বাহিনীর হামলায় গাজার বাসিন্দারা ‘অসহনীয়’ দুর্দশার মধ্যে রয়েছেন বলে জানিয়েছে ফিলিস্তিনি শরণার্থীবিষয়ক জাতিসংঘের সংস্থা ইউএনআরডব্লিউএ।
বিডি২৪অনলাইন/আই/এমকে