ধামইরহাটে বিনামূল্যে সার ও বীজ পেলেন ১৯০০ কৃষক

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি
০২ জুলাই ২০২৪

নওগাঁর ধামইরহাটে  ১ হাজার ৯০০ জন কৃষকদের মাঝে বিনামূল্যে নির্দিষ্ট পরিমাণে সার বীজ বিতরণ করা হয়েছে। খরিপ- মৌসুমে সরকারের কৃষি প্রণোদনার কর্মসূচির আওতায় কৃষির এসব উপকরণ বিতরণ করা হয়।

তালিকাভুক্ত এসব কৃষক মাথাপিছু ১০ কেজি করে ডিএপি সার, ১০ কেজি এমওপি কেজি উচ্চ ফলনশীল জাতের রোপা আমন ধানের বীজ পেয়েছেন।

 

মঙ্গলবার ( জুলাই) উপজেলা পরিষদ চত্বরে আনুষ্ঠানিকভাবে এসব কৃষি উপকরণ বিতরণ করে উপজেলা কৃষি অফিস। অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার আসমা খাতুনের সভাপতিত্ব করেন। উপজেলা ভাইস চেয়ারম্যান মাজেদুল ইসলাম মহিলা ভাইস চেয়ারম্যান আনজুয়ারা বেগম সার বীজ বিতরণের উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ তৌফিক আল জুবায়ের, উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার বেদারুল ইসলাম, উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ অফিসার মোহাম্মদ জাহাঙ্গীর আলম রাব্বিসহ বিভিন্ন পর্যায়ের উপসহকারী কৃষি কর্মকর্তারা।

 

বিডি২৪অনলাইন/গৌরব প্রসাদ সাহা/সি/এমকে


মন্তব্য
জেলার খবর