অক্সিজেন সঙ্কটে ব্রাজিল

২৬ মার্চ ২০২১

ব্রাজিলে নতুন করে করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা বাড়তে থাকায় হাসপাতালগুলোতে বিপর্যয় নেমে এসেছে। অক্সিজেন সঙ্কট, অপর্যাপ্ত ওষুধ এবং হাসপাতালে রোগীর চাপ বাড়ায় আগামী দিনগুলোতে পরিস্থিতি আরও ভয়াবহ আকার ধারণ করতে পারে।

দেশটির ২৬টি রাজ্যের প্রায় প্রতিটিতে ইন্টেন্সিভ কেয়ার ইউনিটে রোগীর চাপ বেড়ে গেছে। হাসপাতালে পর্যাপ্ত বিছানা এবং ওষুধের অভাবে হাসপাতালের মেঝেতেই অনেক রোগীর মৃত্যু হচ্ছে। এছাড়া অক্সিজেনের অভাবেও বহু রোগী প্রাণ হারাচ্ছে।

দেশটিতে গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্তের সংখ্যা ৯০ হাজার ৫৬৪। এছাড়া একদিনেই মারা গেছে আরও ২ হাজার ২৪৪ জন। দেশটিতে এখন পর্যন্ত আক্রান্তের সংখ্যা ১ কোটি ২২ লাখ ২৭ হাজার ১৭৯। এর মধ্যে মারা গেছে ৩ লাখ ১ হাজার ৮৭ জন।

ওয়ার্ল্ডোমিটার


মন্তব্য
জেলার খবর