বন্যার আগাম প্রস্তুতি নিতে বললেন প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
০২ জুলাই ২০২৪

বন্যা হতে পারে, পূর্বাভাস সে রকম পাওয়া যাচ্ছে জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, কাজেই আমাদের প্রস্তুত থাকতে হবে। সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।

মঙ্গলবার ( জুলাই) রাজধানী ঢাকার শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) বৈঠক হয়। সেখানে কথা বলেন প্রধানমন্ত্রী।

বৈঠক শেষে এক ব্রিফিংয়ে বিষয়টি জানান পরিকল্পনামন্ত্রী মেজর জেনারেল (অব.) আব্দুস সালাম। পরিকল্পনামন্ত্রী আরও বলেন, বৈঠকে প্রধানমন্ত্রী প্রকল্প পরিচালকদের প্রশিক্ষণে জোর দিতে নির্দেশ দিয়েছেন। এক প্রকল্পের জন্য একজন প্রকল্প পরিচালক নিয়োগ দেওয়ার কথা বলেছেন। যেসব এলাকায় তিন ফসলি বা দো ফসলি জমিতে ফসল ভালো হয়, সেসব এলাকায় প্রকল্প নেওয়া যাবে না- সে কথা বলেছেন। ছাড়া ঢাকা অঞ্চলের আশপাশে থাকা জমিতে চাষাবাদ ত্বরান্বিত করার কথাও বলেছেন। প্রেক্ষিত পরিকল্পনা ৪১ এর বাস্তবায়ন বাড়ানোর নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

 

বিডি২৪অনলাইন/এন/এমকে

 


মন্তব্য
জেলার খবর