কয়েকদিন ধরে প্রায় সারা দেশে বৃষ্টি হচ্ছে। অতিবৃষ্টি ও উজানের ঢলে দেশের বন্যাপ্রবণ প্রধান প্রধান নদ-নদীর পানি হু হু করে বাড়ছে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। সংস্থাটির হিসাবে ইতোমধ্যে পাঁচ নদীর পানি বিপৎসীমার ওপরে প্রবাহিত হচ্ছে। দেশের উত্তর-পূর্বাঞ্চলের কয়েকটি জেলায় বন্যা দেখা দিয়েছে। সারা দেশের বিভিন্ন এলাকায় বন্যা পরিস্থিতির অবনতি হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে পাউবো।
এদিকে বন্যার আগাম প্রস্তুতি নিতে বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার একনেক বৈঠক তিনি বলেন, বন্যা হতে পারে। পূর্বাভাস সে রকম পাওয়া যাচ্ছে। তাই আমাদের প্রস্তুত থাকতে হবে।
পানি উন্নয়ন বোর্ডের সতর্কীকরণ বিভাগ মঙ্গলবার জানিয়েছে, ব্রহ্মপুত্র-যমুনা, গঙ্গা-পদ্মা নদ-নদীর পানি সমতল বৃদ্ধি পাচ্ছে। ব্রহ্মপুত্র-যমুনার পানি বৃদ্ধি পরবর্তী ৭২ ঘণ্টা এবং গঙ্গা-পদ্মা নদীর পানি বৃদ্ধি ২৪ ঘণ্টা পর্যন্ত অব্যাহত থাকতে পারে।
আগামী ৪৮ ঘণ্টায় ব্রহ্মপুত্রের পানি বৃদ্ধি পেয়ে কতিপয় পয়েন্টে বিপৎসীমা অতিক্রম করতে পারে। আগামী ২৪ ঘণ্টায় দক্ষিণ-পূর্বাঞ্চলের মুহরী, ফেনী, হালদা, সাঙ্গু ও মাতামুহুরী নদীর পানি বেড়ে বিপৎসীমার কাছাকাছি প্রবাহিত হতে পারে। দেশের উত্তর-পূর্বাঞ্চলের প্রধান নদীর পানিও সমতল সামগ্রিকভাবে বৃদ্ধি পাচ্ছে। এ বৃদ্ধি আগামী ২৪ ঘণ্টা পর্যন্ত অব্যাহত থাকতে পারে। আগামী ২৪ ঘণ্টায় সিলেট, সুনামগঞ্জ ও নেত্রকোনা জেলার নিম্নাঞ্চলের কিছু এলাকায় বন্যা পরিস্থিতির অবনতি হতে পারে। তবে মৌলভীবাজার জেলার বন্যা পরিস্থিতি স্থিতিশীল থাকতে পারে।
আগামী ২৪ ঘণ্টায় দেশের উত্তরাঞ্চল, উত্তর-পূর্বাঞ্চল, দক্ষিণ-পূর্বাঞ্চল ও তৎসংলগ্ন উজানে ভারি বৃষ্টিপাত হতে পারে। এ সময়ে উত্তরাঞ্চলের তিস্তা, ধরলা ও দুধকুমার নদীর পানি বৃদ্ধি পেয়ে কিছু পয়েন্টে বিপৎসীমা অতিক্রম করতে পারে।
এদিকে বুধবারও দেশের বিভাগগুলোর মধ্যে রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেটের অধিকাংশ জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে।
বিডি২৪অনলাইন/এন/এমকে