টাইব্রেকারে স্লোভেনিয়াকে ৩-০ গোলে হারিয়ে ইউরো চ্যাম্পিয়নশীপের শেষ আট নিশ্চিত করেছে পর্তুগাল। ফ্রাঙ্কফুর্টে নির্ধারিত সময়ে ম্যাচটি গোলশূন্য ড্র হয়। অতিরিক্ত সময়ের খেলায় প্রথমার্ধে পেনাল্টির সুযোগ পায় পুর্তগাল। কিন্তু পর্তুগীজ সুপারস্টার ক্রিস্টিয়ানো রোনালদো পেনাল্টি মিস করায় অতিরিক্ত সময়েও ম্যাচটি গোল শূন্য ড্র হয়। তাই ফলাফল নির্ধারণে টাইব্রেকারে গড়ায় ম্যাচটি।
এদিকে পেনাল্টি মিস করার পর কান্নায় ভেঙে পড়েন রোনালদো। তবে মূল ম্যাচে পেনাল্টি মিস করলেও পেনাল্টি শ্যুট আউটে গোল করেন তিনি।
ম্যাচ শেষে পেনাল্টি প্রসঙ্গে রোনালদো বলেন, এ বছর আমি একটি ভুলও করিনি। তবে দেশের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ মুহূর্তটির সময় ওবলাক আমার শটটি রক্ষা করেছে।
ম্যাচে একজন খেলোয়াড়কে সবকিছুর জন্য প্রস্তুত থাকতে হয় জানিয়ে তিনি বলেন, এটাই ফুটবল। এখানে যে কোন মুহূর্তে যেকোন কিছুই হতে পারে। স্লোভেনিয়া পুরো ম্যাচে রক্ষণাত্মক খেলায় ম্যাচটি পুর্তগালের জন্য কঠিন হয়ে উঠেছিল বলেও মনে করেন তিনি।
বিডি২৪অনলাইন/এস/এমকে