সর্বোচ্চ সংক্রমণে বেসামাল ভারত

২৬ মার্চ ২০২১

করোনার দ্বিতীয় ঢেউয়ে গত একদিনে ভারতে নতুন করে প্রায় সাড়ে ৫৩ হাজার মানুষের শরীরে ভাইরাসটির সংক্রমণ শনাক্ত হয়েছে; যা গত পাঁচ মাসের মধ্যে সর্বোচ্চ।

এর মধ্যে ভয়াবহ অবস্থা হলো দেশটির মহারাষ্ট্র রাজ্যে। সেখানে গত ২৪ ঘণ্টায় নতুন আক্রান্তের সংখ্যা এখনো পর্যন্ত সর্বোচ্চ। করোনা মহামারির প্রথম পর্বেও একদিনে কোনো রাজ্যে এত সংখ্যক মানুষ এর আগে আক্রান্ত হননি।

মহারাষ্ট্রে নতুন করে ৩১ হাজার ৮৫৫ জন আক্রান্ত হয়েছেন। এর মধ্যে কেবল মুম্বাইয়ে আক্রান্ত ৫ হাজারের বেশি। এছাড়া রাজ্যের পুনে, নাগপুর, থানে, আওরঙ্গাবাদের মতো জেলাগুলোতেও লাফিয়ে বাড়ছে আক্রান্তের সংখ্যা।

এনডিটিভি


মন্তব্য
জেলার খবর