কয়েকদিন ধরে সারা দেশেই বৃষ্টি হচ্ছে। আগামী ৬ জুলাইয়ের পর এ বৃষ্টির প্রবণতা কমতে পারে। একই সঙ্গে এ সময়ের পর সারা দেশে গরমের তীব্রতা বাড়তে পারে। বুধবার (৩ জুলাই) দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।
জুলাই মাসে স্বাভাবিকভাবে বৃষ্টি বেশি হলেও এবার স্বাভাবিকের চেয়ে বেশি বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া সংশ্লিষ্টরা।
আবহাওয়া অধিদপ্তর জানায়, আগামী ৫ ও ৬ জুলাই দেশের রংপুর, ময়মনসিংহ, সিলেট অঞ্চলে অতিভারি বৃষ্টিপাত হতে পারে। এর আগে বুধবার ও বৃহস্পতিবার ভারি বৃষ্টিপাত হতে পারে চট্টগ্রাম, বরিশাল, খুলনা অঞ্চলে। ঢাকা ও এর আশপাশের এলাকায় হতে পারে গুঁড়ি গুঁড়ি বৃষ্টিপাত।
গত ২৪ ঘণ্টায় দেশে সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছে দিনাজপুরে। সেখানে ১২৭ মিলিমিটার বৃষ্টি রেকর্ড হয়েছে।
বিডি২৪অনলাইন/এন/এমকে