সাতক্ষীরায় সাড়ে ৮২ লাখ টাকার সোনা উদ্ধার

সাতক্ষীরা প্রতিনিধি
০৩ জুলাই ২০২৪

ভারতে পাচারের উদ্দেশ্যে নিয়ে আসা ৮১৮ গ্রাম ওজনের সাতটি সোনার বার সাতক্ষীরা সীমান্ত থেকে উদ্ধার করেছে বিজিবি। তবে এ সময় কোনো চোরাকারবারীকে আটক করতে পারেননি তারা। সোনার বারগুলোর দাম ৮২ লাখ ৪৫ হাজার ১শ’ টাকা।

বুধবার ( জুলাই) সকালে সাতক্ষীরা সদর উপজেলার বৈকারী ইউনিয়নের কাথন্ডা এলাকা থেকে  সোনার এসব বার উদ্ধার করা হয়। বিজিবির সাতক্ষীরা ৩৩ ব্যাটালিয়ন এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সোনা পাচার সংক্রান্ত গোপন সংবাদের ভিত্তিতে সীমান্তের কাথন্ডা এলাকায় অবস্থায় নেয় বিজিবির একটি টিম। সেখানে সড়ক দিয়ে আসা সন্দেহভাজন একটি মোটরসাইকেল আরোহীকে ধাওয়া করলে তিনি মোটরসাইকেলটি ফেলে পালিয়ে যায়। সময় মোটরসাইকেলে থাকা  ব্যাগের মধ্য  সাতটি স্বর্ণের বার পাওয়া যায়। এ ঘটনায় সাতক্ষীরা সদর থানায় মামলা হয়েছে।

 

বিডি২৪অনলাইন/কিশোর কুমার/সি/এমকে


মন্তব্য
জেলার খবর