মন্তব্য
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, ২০২৭ সালের মধ্যে দেশে কোনো গ্যাস সংকট থাকবে না। এ জন্য বেশকিছু পরিকল্পনা নেওয়া হয়েছে। চীনকে গ্যাস পাইপলাইনের প্রস্তাব দিচ্ছি আমরা।
বৃহস্পতিবার (৪ জুলাই) সচিবালয়ে বাজেট পরবর্তী সংবাদ সম্মেলন এ কথা বলেন। তিনি জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনার আসন্ন চীন সফরে মহেশখালী পাইপলাইন নির্মাণ এবং ছয়টি বিদ্যুৎ সঞ্চালন ও বিতরণ লাইন নির্মাণসহ সাত প্রস্তাব দেওয়া হবে। চলতি মাসে নেপালের বিদ্যুৎ আনতে চুক্তি হবে বলেও আশা প্রকাশ করেন প্রতিমন্ত্রী।
বিডি২৪অনলাইন/এন/এমকে