দেশের সব স্থলবন্দরে ডিজিটাল সেবা চালু হবে: প্রতিমন্ত্রী

সাতক্ষীরা প্রতিনিধি
০৪ জুলাই ২০২৪

নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ হাসান মাহমুদ চৌধুরী বলেছেন, স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে পর্যায়ক্রমে দেশের সব স্থলবন্দরে ডিজিটাল সেবা কার্যক্রম চালু করা হবে। উন্নত বিশ্বের বন্দরের ন্যায় দেশের সব স্থলবন্দরও একদিন স্মার্ট বন্দরে পরিণত হবে। স্থলবন্দরগুলোকে আধুনিক অটোমেশনের আওতায় নিয়ে আসার জন্য সরকারি উন্নয়ন সহোযোগি সংস্থার অর্থায়নে প্রকল্প গ্রহণ করা হচ্ছে।

বৃহস্পতিবার (৪ জুলাই) সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরে ভোমরা -পোর্ট ম্যানেজমেন্ট সিস্টেম এবর উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন। ভোমরা স্থলবন্দর প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, ভোমরা স্থলবন্দরের অবকাঠামো উন্নয়নসহ ডিজিটাল সক্ষমতা বৃদ্ধি করা হচ্ছে। গ্লোবাল এলায়েন্স ফর ট্রেড ফ্যাসিলিটেশন (জিএটিএফ) এর অর্থায়নে প্রায় কোটি টাকা ব্যয়ে ভোমরা স্থলবন্দরে সম্পাদিত ডিজিটালাইজেশন কার্যক্রম প্রতিবেশী দেশের সাথে পণ্য সরবরাহ কার্যক্রম সচল রাখার ক্ষেত্রে ব্যাপক ভূমিকা রাখবে।

দেশের স্থল বন্দরের সেবা কার্যক্রম পেপারলেস করার লক্ষ্যে বেনাপোল বুড়িমারী স্থলবন্দরে আগেই অটোমেশন চালু করা হয়েছে বলেও জানান তিনি। স্থলবন্দর কর্তৃপক্ষ এবং সুইসকন্টাক্ট বাংলাদেশ’র যৌথ আয়োজনে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন  স্থলবন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান মো. জিল্লুর রহমান। বক্তব্য দেন- সাবেক স্বাস্থ্য মন্ত্রী সাতক্ষীরা-৩ আসনের  সংসদ সদস্য ডা. রুহুল হক, সাতক্ষীরা-১ আসনের সংসদ সদস্য আশরাফুজ্জামান আশু, সংরক্ষিত নারী  সংসদ সদস্য লায়লা পারভীন সেঁজুতি, জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ূন কবির, পুলিশ সুপার মো. মতিউর রহমান সিদ্দিকী, গ্লোবাল অ্যালায়েন্স ফর ট্রেড ফ্যাসিলিটেশন (ভার্চুয়াল) এর পরিচালক ফিলিপ ইসলাম, সুইসকন্টাক্ট বাংলাদেশ এর কান্ট্রিডিরেক্টর মুজিবুল হাসান প্রমূখ।

 

বিডি২৪অনলাইন/কিশোর কুমার/সি/এমকে


মন্তব্য
জেলার খবর