আইসিসিকে চ্যাম্পিয়ন্স ট্রফির গ্রুপ-ভেন্যুর খসড়া প্রস্তাব দিয়েছে পাকিস্তান

নিজস্ব প্রতিবেদক
০৫ জুলাই ২০২৪

২০২৫ সালে ঘরের মাঠে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির গ্রুপ, সূচি ভেন্যুর একটি খসড়া প্রস্তাব তৈরি করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। প্রস্তাবটি তারা  আইসিসির কাছে পাঠিয়ে দিয়েছে। প্রস্তাবে এ টুর্নামেন্টেরে  গ্রুপে ভারত, পাকিস্তান, নিউজিল্যান্ড ও বাংলাদেশ এবং অন্য গ্রুপে  অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা আফগানিস্তানকে রাখা হয়েছে।

প্রস্তাবে চ্যাম্পিয়ন্স ট্রফির নবম আসর ১৯ ফেব্রুয়ারি থেকে মার্চ পর্যন্ত আয়োজনের কথা বলছে পিসিবি। ফাইনালের জন্য ১০ মার্চ রিজার্ভ ডে রাখা হয়েছে।

এদিকে পাকিস্তান সফর বিষয়ে  ভারতের ক্রিকেট বোর্ড সব সময়ই বলে এসেছে, সরকারের অনুমতি ছাড়া পাকিস্তান সফর সম্ভব নয়। নবম চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে তারা পাকিস্তানে যাবে কিনা, সেটা এখনও নিশ্চিতভাবে জানা যায়নি।

এর আগে ২০১৭ সালে ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির শিরোপা জিতেছিল পাকিস্তান। ওভালের ফাইনালে ভারতকে ১৮০ রানের ব্যবধানে হারায় পাকিরা।

 


মন্তব্য
জেলার খবর