ইরানের ১৪তম প্রেসিডেন্ট নির্বাচনের দ্বিতীয় দফায় ভোটগ্রহণ করা হচ্ছে আজ শুক্রবার (৫ জুলাই)। প্রথম দফার ভোটে সর্বোচ্চ ও দ্বিতীয় সর্বোচ্চ ভোট পাওয়া দুই প্রার্থী- মাসুদ পেজেশকিয়ান এবং সাঈদ জালিলির মধ্যে এ ভোটযুদ্ধ চলছে।
স্থানীয় সময় সকাল আটটায় ভোটগ্রহণ শুরু হবে, ১০ ঘণ্টা ভোটগ্রহণ করা হবে। স্বাভাবিক এ নিয়মের বাইরে দরকার হলে ভোটগ্রহণের সময় বাড়ানো হবে।
নির্বাচনে ইরানের বাইরের দেশগুলোতে অবস্থানরত ইরানের নাগরিকদের জন্য ভোটগ্রহণের ব্যবস্থা রেখেছে দেশটির নির্বাচন কমিশন।
প্রথম দফায় ভোটগ্রহণে কোনো প্রার্থীই প্রদত্ত ভোটের ৫০ শতাংশ বা এর বেশি ভোট না পাওয়ায় নির্বাচন রান-অফ বা দ্বিতীয় দফায় গড়িয়েছে।
দেশটির সংবিধান অনুযায়ী, প্রেসিডেন্ট নির্বাচনে অংশ নেওয়া প্রার্থীদের কেউ সরাসরি প্রেসিডেন্ট নির্বাচিত হতে চাইলে তাকে প্রদত্ত মোট ভোটের ৫০ শতাংশ বা এর বেশি ভোট পেতে হবে। কোনো প্রার্থী এ ‘ম্যাজিক ফিগার’ স্পর্শ করতে না পারলে রান-অফে গড়াবে নির্বাচন। রানঅফে বিজয়ী প্রার্থী প্রেসিডেন্ট নির্বাচিত হবেন।
বিডি২৪অনলাইন/আই/এমকে