খেলার সময় মাটিতে লুটিয়ে পড়ে মারা গেলেন গ্র্যান্ডমাস্টার জিয়া

নিজস্ব প্রতিবেদক
০৫ জুলাই ২০২৪

জাতীয় দাবা চ্যাম্পিয়নশিপের ১২তম রাউন্ডে খেলার সময় মাটিতে লুটিয়ে পড়ে মারা গেছেন গ্র্যান্ডমাস্টার জিয়ারউর রহমান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫০ বছর।

শুক্রবার (৫ জুলাই) জাতীয় ক্রীড়া পরিষদের বাংলাদেশ দাবা ফেডারেশনের কার্যালয়ে এ রাউন্ডে জিয়ার মুখোমুখি হয়েছিলেন আরেক গ্র্যান্ডমাস্টার এনামুল হোসেন রাজীব। এ সময় হঠাৎ লুটিয়ে পড়ে জ্ঞান হারান তিনি। সেখান থেকে দ্রুত হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ২০০২ সালে দাবার গ্র্যান্ডমাস্টার হয়েছিলেন জিয়া।

 

বিডি২৪অনলাইন/এন/এমকে


মন্তব্য
জেলার খবর