সপ্তাহের শেষ দিকে বৃষ্টি আরও বাড়তে পারে

নিজস্ব প্রতিবেদক
০৫ জুলাই ২০২৪

 

কয়েক দিন ধরে সারা দেশে বৃষ্টি হচ্ছে। আগামী সপ্তাহের শেষের দিকে বৃষ্টির পরিমাণ আরও বাড়তে পারে, আগামী পাঁচ দিনের জন্য দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে শুক্রবার  (৫ জুলাই) এমন তথ্য জানানো হয়েছে।

পূর্বাভাসে বলা হয়েছে, শনিবার বিভাগগুলোর মধ্যে রংপুরের অধিকাংশ জায়গায়, রাজশাহী, ময়মনসিংহ সিলেটের অনেক জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। একই ধরণের বৃষ্টি হতে পারে ঢাকা, খুলনা, বরিশাল চট্টগ্রামের বিভাগের কিছু কিছু জায়গায়। এছাড়া রংপুর সিলেট বিভাগের কোথাও কোথাও  ভারি থেকে অতিভারি বৃষ্টি হতে পারে। রোববার দেশের অধিকাংশ জায়গায় বৃষ্টির হতে পারে।

 

বিডি২৪অনলাইন/এন/এমকে

 


মন্তব্য
জেলার খবর