শ্রমজীবী মানুষের পিঠ দেয়ালে ঠেকে গেছে: রিজভী

নিজস্ব প্রতিবেদক
০৫ জুলাই ২০২৪

শ্রমজীবী মানুষের পিঠ দেয়ালে ঠেকে গেছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। দ্রব্যমূল্যের পরিস্থিতি তুলে ধরে বলেছেন, এখন কাঁচা মরিচের কেজি ৩২০ টাকা, শাকসবজির দাম সেঞ্চুরি পার হয়েছে। আর ডাবল সেঞ্চুরি পেরিয়েছে  টমেটো। শ্রমিকরা নিত্যপ্রয়োজনীয় দ্রব্যাদি কিনতে পারবে না।

শুক্রবার ( জুলাই) বিকালে  রাজধানী ঢাকার নয়াপল্টন এলাকায় বিক্ষোভ মিছিল-পরবর্তী সমাবেশে এসব কথা বলেন। রিজভী বলেন,  জনগণের পেটে লাথি মেরে শেখ হাসিনা সরকারি কর্মকর্তাদের কোটি কোটি টাকা লুটপাটের সুযোগ করে দিয়েছেন।  সরকারি কর্মকর্তারা শুধু মুজিব কোট পরে জয়বাংলা স্লোগান দিয়ে কোটি কোটি টাকা কামিয়েছেন।

শেখ হাসিনার উদ্দেশ্যে বিএনপির এ নেতা বলেন,  আপনি ময়ুর সিংহাসন রক্ষা করতে পারবেন না। ময়ুর সিংহাসন ভেঙে চুরমার করে দিবে জনগণ। ওই গদি থাকবে না।  হামলা-মামলা-গ্রেপ্তার ও নির্যাতন করে বিএনপি নেতাকর্মীদের দমন করা যাবে না বলেও জোর গলায় বলেন তিনি।

 

বিডি২৪অনলাইন/আরডি/এমকে


মন্তব্য
জেলার খবর