দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে আগামী আগস্ট মাসে পাকিস্তান সফরে যাবে বাংলাদেশ ক্রিকেট দল। ২১ আগস্ট শুরু হবে সিরিজের প্রথম টেস্ট। এ সিরিজের চূড়ান্ত সূচি ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।
চলতি মৌসুমে বাংলাদেশ ছাড়াও ঘরের মাঠে ইংল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজ খেলবে পাকিস্তান।
জানা গেছে, রাওয়ালপিন্ডিতে প্রথম টেস্ট ও করাচিতে দ্বিতীয় টেস্টের খেলা হবে। দ্বিতীয় টেস্ট শুরু হবে ৩০ আগস্ট। সিরিজটি টেস্ট চ্যাম্পিয়নশিপের তৃতীয় চক্রের অংশ।
এর আগে সবশেষ ২০২০ সালে পাকিস্তানের মাটিতে টেস্ট খেলতে গিয়েছিল বাংলাদেশ। এ পর্যন্ত ১৩টি টেস্টে মুখোমুখি হয়েছে বাংলাদেশ ও পাকিস্তান। এর মধ্যে কোনো জয় পায়নি টাইগাররা। একটি ড্র ছাড়া বাকি ১২টিতে জিতেছে পাকিস্তান।
টেস্ট সিরিজের সূচি- প্রথম টেস্ট: ২১-২৫ আগস্ট, রাওয়ালপিন্ডি। দ্বিতীয় টেস্ট:৩০ আগস্ট-৩ সেপ্টেম্বর, করাচি।
বিডি২৪অনলাইন/এস/এমকে