কটিয়াদীতে জিপিএ-৫ প্রাপ্ত ১৫৮ শিক্ষার্থীকে সংবর্ধনা

কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধি
০৬ জুলাই ২০২৪

চলতি বছরে এসএসসি ও সমমানের পরীক্ষীয় কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলায় জিপিএ- প্রাপ্ত ১৫৮ শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়েছে। শনিবার (৬ জুলােই) উপজেলা পরিষদ হলরুমে তাদের সংবর্ধনা দেওয়া হয়।

উপজেলা প্রশাসনের আয়োজনে সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার ওয়াহিদুজ্জামান। বক্তব্য দেন- অনুষ্ঠানের প্রধান অতিথি কিশোরগঞ্জ- (কটিয়াদী-পাকুন্দিয়া) আসনের সংসদ সদস্য অ্যাড. মো. সোহরাব উদ্দিন, কটিয়াদী পৌরসভার মেয়র মো. শওকত উসমান, সহকারী কমিশনার (ভূমি) তামারা তাসবিহা, কটিয়াদী মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ দাউদ, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আবুল হোসেন, কটিয়াদী সমাচার পত্রিকার প্রকাশক সম্পাদক সারোয়ার হোসেন শাহীন, মসূয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কাসেম, কৃতি শিক্ষার্থীদের পক্ষে আশফাক হাবিব নাবিল, তাসফিয়া তানজিম মহুয়া প্রমুখ।

 

বিডি২৪অনলাইন/মাহবুবুর রহমান/সি/এমকে

 


মন্তব্য
জেলার খবর