প্রেমিকার বাবার অপহরণ মামলায় প্রেমিক গ্রেপ্তার

সাতক্ষীরা প্রতিনিধি
০৬ জুলাই ২০২৪

সাতক্ষীরার তালা উপজেলায় দশম শ্রেণী পড়ুয়া এক ছাত্রীকে অপহরণের অভিযোগে মাহিনুর ইসলাম ইমন নামে  এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

স্থানীয়দের ভাষ্য, ওই ছাত্রীর সঙ্গে অভিযুক্ত যুবকের প্রেমের সম্পর্ক রয়েছে। সম্প্রতি তারা উধাও হয়। এরপর কোথাও খোঁজ না পেয়ে মেয়েটির বাবা ছেলেটির নামে অপহরণ মামলা করেন।

গ্রেফতার ইমন  তালা উপজেলার সেনেরগাঁতী গ্রামের আনারুল সরদারের ছেলে। গেল শুক্রবার রাতে তাকে টাঙ্গাইল জেলার মির্জাপুর থানার একটি এলাকা থেকে  গ্রেপ্তার করা হয়। এর আগে গত বুধবার রাতে পাটকেলঘাটা থানায় অপহরনের  মামলাটি হয়।

পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)  বিপ্লব কুমার নাথ জানান,  পুলিশ তথ্য প্রযুক্তির সহয়তায় শুক্রবার  টাঙ্গাইল জেলার  মির্জাপুর এলাকা থেকে মাহিনুর ইসলাম ইমনকে গ্রেপ্তার করে ও ভিক্টিমকে উদ্ধার করে। ভিক্টিম ও গ্রেপ্তার যুবক দুজনকেই আদালতে সোপর্দ করা হবে।

বিডি২৪অনলাইন/কিশোর কুমার/সি/এমকে

 

 


মন্তব্য
জেলার খবর