পুকুরের পানি থেকে ভাসমান শিশুর লাশ উদ্ধার

নকলা (শেরপুর) প্রতিনিধি
০৬ জুলাই ২০২৪

শেরপুরের নকলায় বাড়ির পাশে পুকুরের পানি থেকে তামান্না () নামের এক শিশুর ভাসমান লাশ উদ্ধার করা হয়েছে। শনিবার ( জুলাই) দুপুরের দিকে ঘটনা ঘটে। ধারণা করা হচ্ছে- পানিতে ডুবে তার মৃত্যু হয়েছে। সে উপজেলার বানেশ্বরদী ইউনিয়নের বানেশ্বরদী কান্দাপাড়া এলাকার ভ্যানচালক লিচু মিয়ার মেয়ে।

জানা গেছে, দুপুরের দিকে তামান্নাকে ঘরে রেখে তার পরিবারের লোকজন কাজ করছিলেন। কিন্তু পরে তাকে ঘরে না পেয়ে সম্ভাব্য জায়গায় খোঁজাখুঁজি শুরু করেন তারা। এদিকে স্থানীয়রা তাকে পুকুরে ভাসমান অবস্থায় দেখতে পেয়ে উদ্ধার করে। সেখান থেকে নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তামান্নাকে মৃত ঘোষণা করেন।

বানেশ্বরদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাজহারুল আনোয়ার মহব্বত বলেন, বর্তমানে প্রতিটি নদী-নালা, খাল-বিল, পুকুর-ডোবা পানিতে ভরে গেছে। নিচু এলাকার প্রতিটি বাড়ির আশেপাশের জমিও পানিতে নিমজ্জিত। এ অবস্থায় প্রতিটি শিশুর পরিবারের লোকজনকে সচেতন থাকতে হবে যেন তাদের শিশু পানিতে গিয়ে ডুবে না যায়।

 

বিডি২৪অনলাইন/রেজাউল হাসান/সি/এমকে


মন্তব্য
জেলার খবর