নারী এশিয়া কাপে জেসি প্রথম বাংলাদেশি আম্পায়ার

নিজস্ব প্রতিবেদক
০৭ জুলাই ২০২৪

নারী এশিয়া কাপে প্রথম বাংলাদেশি আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করবেন সাথিরা জাকির জেসি। নিজের ফেসবুক পেজে এ নিয়ে একটি স্ট্যাটাস দিয়েছেন জেসি নিজেই।

১৮-২৮ জুলাই শ্রীলঙ্কায় অনুষ্ঠিত হবে নারী এশিয়া কাপের এবারের আসর। টুর্নামেন্টে বাংলাদেশসহ মোট আটটি দল অংশ নিচ্ছে।

সবার কাছে দোয়া কামনা করে ফেসবুকে জেসি বলেন, “আলহামদুলিল্লাহ স্বপ্ন সত্যি হলো। নতুন মিশন নারী এশিয়া কাপ ২০২৪ (শ্রীলঙ্কা)বাংলাদেশ ক্রিকেট বোর্ড তাকে শ্রীলঙ্কার মাটিতে নারী এশিয়া কাপের দায়িত্ব পালনের জন্য তাকে নির্বাচিত করেছে বলেও স্ট্যাটাসে উল্লেখ করেন জেসি।

বিডি২৪অনলাইন/এস/এমকে


মন্তব্য
জেলার খবর