পূর্ব ইউরোপের দেশ ইউক্রেনের উত্তর-পশ্চিমের সুমি অঞ্চলে একটি বিদ্যুৎ কেন্দ্রে ভয়াবহ হামলা চালিয়েছে রাশিয়া। এতে রুশ সীমান্তের পাশেই অবস্থিত ওই অঞ্চলটিতে ১ লাখ মানুষ বিদ্যুৎবিহীন হয়ে পড়েছেন। খবর ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।
খবরে বলা হয়েছে, হামলার পর বিদ্যুৎ পুনরায় চালুর জন্য কাজ চলছে বলে জানিয়েছে দেশটির জাতীয় গ্রিড অপারেটর ইউক্রেনারগো। মূলত রুশ বিমান হামলার পর সুমি শহর এবং ওই অঞ্চলের গ্রাহকদের বিদ্যুৎ পরিষেবা বন্ধ হয়ে যায়।
এদিকে বার্তাসংস্থা রয়টার্স জানিয়েছে, এ হামলায় বিদ্যুৎবিভাগের অবকাঠামোতে ক্ষয়ক্ষতি ছাড়া কোনো হতাহতের বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। ইউক্রেনের বিদ্যুৎ অবকাঠামোগুলোতে একের পর এক হামলা চালিয়ে যাচ্ছে রাশিয়া।
খবরে বলা হয়েছে রাশির এসব হামলার কারণে দেশটির মানুষ প্রায়ই ব্ল্যাকআউটের মধ্যে থাকেন। এতে তারা পানি, শীতাতপনিয়ন্ত্রণ, বা জীবন রক্ষাকারী চিকিৎসা সরঞ্জাম ছাড়াই গ্রীষ্মের তীব্র পরিস্থিতি সহ্য করতে বাধ্য হন।
বিডি২৪অনলাইন/আই/এমকে