ঋতুপর্ণাকে নিয়ে সিনেমা নির্মাণ করছেন পলাশ

নিজস্ব প্রতিবেদক
০৭ জুলাই ২০২৪

ভারতীয় অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তকে নিয়ে সিনেমা করছেন পরিচালক রাশিদ পলাশ। রাশিদ পলাশ গেল ঈদে মুক্তি পাওয়া ময়ূরাক্ষীসিনেমা পরিচালনা করেছেন। এ সিনেমার লেনা-দেনা নিয়ে সম্প্রতি সিনেমাটির নায়িকা ববির সঙ্গে তার হাতাহাতির ঘটনায় আলোচনা-সমালোচনা কম হয়নি। যদিও এ নিয়ে গণমাধ্যমে তেমন কথা বলেননি নায়িকা বা পরিচালকের কেউই।

গণমাধ্যমের খবর অনুযায়ী, অভিনেত্রী ঋতুপর্ণাকে নিয়ে রশিদ পলাশ যে সিনেমা নির্মাণ করছেন, তার নাম তরী এ ছবির প্রধান চরিত্রে অভিনয় করবেন ঋতুপর্ণা। সিনেমাটি নিয়ে তাদের মধ্যে কথপোকথনও নাকি হয়েছে।

জানা গেছে, পুণ্য ফিল্মস তরীছবিটি প্রযোজনা করছে। চাঁপাইনবাবগঞ্জের সীমান্তবর্তী এলাকায় তরীর  প্রথম লটের শুটিং ইতোমধ্যে সম্পন্ন হয়েছে।  আগামী সেপ্টেম্বরে দ্বিতীয় লটের শুটিং হওয়ার কথা রয়েছে ঢাকায়। দ্বিতীয় লটের শুটিংয়ে যুক্ত হবেন ঋতুপর্ণা।

 

বিডি২৪অনলাইন/ই/এমকে


মন্তব্য
জেলার খবর