সাতক্ষীরার লক্ষীদাঁড়ি সীমান্তে মাসুদ রানা (২৭) নামে এক পথচারীর জাঙ্গিয়ার ভেতর থেকে এক কোটি ছয় লাখ ৭৩ হাজার ১০০ টাকা দামের একটি সোনার বার উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় তাকে আটক করা হয়েছে। সোনার বারটির ওজন এক কেজি ৬১ গ্রাম।
রোববার (৭ জুলাই) সকালে লক্ষীদাঁড়ি সীমান্তের কৃষি ব্যাংক এলাকা থেকে তাকে আটক করা হয়। এ সোনা ভারতে পাচারের উদ্দেশ্যে বহন করে নিয়ে যাওয়া হচ্ছিল বলে জানিয়েছে বিজিবি। মাসুদ রানা একই এলাকার শহীদুল ইসলামের ছেলে।
বিজিবি জানায়, ভারতে সোনা পাচার সংক্রান্ত গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় হাবিলদার শহীদুল ইসলানের নেতৃত্বে বিজির একটি দল অবস্থান নেয়। সেখানে সন্দেহভাজন এক পথচারীকে আটক করা হয়। এরপর তার তল্লাশি কালে জাঙ্গিয়ার মধ্যে রাখা একটি সোনার বার পাওয়া যায়। এ ঘটনায় আটক মাসুদ রানার বিরুদ্ধে সদর থানায় মামলা হয়েছে। জব্দকৃত স্বর্নেরবার ট্রেজারীতে জমা দেওয়া হয়েছে।
বিডি২৪অনলাইন/কিশোর কুমার/সি/এমকে