চাষী সম্মেলনের বিরিয়ানি খেয়ে শিশুসহ দেড়শ’ নারী-পরুষ অসুস্থ

সাতক্ষীরা প্রতিনিধি
০৭ জুলাই ২০২৪

সাতক্ষীরার কলারোয়ায় চাষী সম্মেলনের বিরিয়ানি খেয়ে নারী, শিশু বয়স্কসহ দেড়  শতাধিক মানুষ অসুস্থ হয়ে পড়েছেন। তাদের মধ্যে ৮০ জনকে কলারোয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

 শনিবার (৬ জুলাই) সন্ধ্যায় উপজেলার সিংহলাল গ্রামে আগাতা ফিডের চাষী সম্মেলনে তাদের বিরিয়ানি খেতে দেওয়া হয়। সেই বিরিয়ানি খাওয়ার পর তারা পেটের পীড়ায় আক্রান্ত হন।

জালালাবাদ ইউপি সদস্য ফিড ব্যবসায়ী আফতাবুজ্জামান জানান, উপজেলা সদরের চৌরাস্তা মোড়ের একটি বিরিয়ানি হাউস থেকে এ সম্মেলেনের জন্য বিরিয়ানি আনা হয়। বিরিয়ানি খাওয়ার পর রাতে বমি, পেটে ব্যথা, পাতলা পায়খানা শুরু হয়। এতে নারী, শিশু বয়স্কসহ দেড় শতাধিক মানুষ অসুস্থ হয়ে পড়েন।

কলারোয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. শফিকুল ইসলাম জানান, পেটে ব্যথা, বমি পাতলা পায়খানা নিয়ে ৮০ জন নারী, পুরুষ শিশু কলারোয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছেন। এ ছাড়া কয়েকজন চিকিৎসা নিয়ে বাড়িতে গেছেন। হাসপাতালে ভর্তিকৃতদের মধ্যে সবাই বর্তমানে আশঙ্কামুক্ত রয়েছেন। ফুড পয়জনিংয়ের কারণে এমনটা হতে পারে বলে জানান তিনি।

 

বিডি২৪অনলাইন/কিশোর কুমার/সি/এমকে


মন্তব্য
জেলার খবর