মন্তব্য
সোমবার (৮ জুলাই) থেকে ঢাকা মহানগরসহ সারা দেশে বাজারের তুলনায় সাশ্রয়ীমূল্যে পণ্য বিক্রি শুরু করবে টিসিবি (ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ)। নিম্নআয়ের ১ কোটি উপকারভোগী কার্ডধারী পরিবারের মাঝে ভর্তুকি মূল্যে চাল, ভোজ্যতেল, মসুর ডাল বিক্রি করবে তারা।
রোববার (৭ জুলাই) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিজয়টি জানিয়েছে টিসিবি। বিজ্ঞপ্তিতে বলা হয়, সর্বোচ্চ ২ লিটার ভোজ্যতেল, ২ কেজি মসুর ডাল ও ৫ কেজি চাল কিনতে পারবেন উপকারভোগীরা। প্রতি লিটার ভোজ্যতেল ১০০ টাকা, প্রতি কেজি মসুর ডাল ৬০ টাকা ও চাল ৩০ টাকায় বিক্রি করা হবে। টিসিবির নির্ধারিত দোকান ও ডিলারের কাছে এসব পণ্য পাওয়া যাবে।
বিডি২৪অনলাইন/ই/এমকে