মন্তব্য
সাতক্ষীরার পাটকেলঘাটায় চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় ৪ জনকে আটক করা হয়েছে। শনিবার (৬জুলাই) রাতে জুজখোলা এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা চোর চক্রের সদস্য বলে জানিয়েছে পুলিশ। তারা হলো- জুজখোলা গ্রামের ইব্রাহিম সরদার (৪৫) ও নাইম হোসেন (১৯), তৈলকুপি গ্রামের আরিজুল গাজী (২২) ও নোয়াকাটি গ্রামের জুবায়ের আহম্মেদ জনি ওরফে রাসেল (২০)।
পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার নাথ জানান, এ ঘটনায় থানায় একটি মামলা হয়েছে।
প্রসঙ্গত, পাটকেলঘাটার চৌগাছা ও যুগিপুকুরিয়া গ্রাম থেকে গত দু’দিনে ২টা মোটরসাইকেল চুরি হয়েছে।
বিডি২৪অনলাইন/কিশোর কুমার/সি/এমকে