মন্তব্য
ভারতের মধ্যপ্রদেশের গোয়ালিয়রের এক বিশ্ববিদ্যালয়ের ভেতরে বসে পর্ন দেখে চাকরি হারালেন দুই নারীসহ ছয় কর্মকর্তা। গোয়ালিয়রে জিওয়াজি বিশ্ববিদ্যালয়ে এ কাণ্ড ঘটেছে।
ওই বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের প্রায় সাত থেকে আটজন কর্মী এমন কাণ্ড চালিয়ে যাচ্ছিলেন। ইউনিভার্সিটির মধ্যে বসে অফিস আইডি ব্যবহার করে পর্ন ভিডিও দেখছিলেন।
তারা একমাসে প্রায় ১২৫৬ মিনিট ভিডিও দেখেছেন। মোট আটটি আইডি দিয়ে লগ-ইন করে চলত পর্ন সিনেমার ভিডিও দেখা। এই কর্মচারীদের মধ্যে দুজন আবার নারী কর্মীও রয়েছেন।