গ্রামে মূল্যস্ফীতির হার বেশি

নিজস্ব প্রতিবেদক
০৮ জুলাই ২০২৪

গেল জুনে দেশে মূল্যস্ফীতির হার কিছুটা কমেছে। কিন্তু মূল্যস্ফীতির তুলনায় মজুরিটা সেভাবে বাড়েনি। ফলে এখনো চাপে আছে সাধারণ মানুষ। এ চাপটা আবার শহরের তুলনায় গ্রামে বেশি, কেননা শহরের তুলনায় গ্রামে মূল্যস্ফীতির হার বেশি। মজুরি  কিছুটা বাড়লেও সেটা তুলনায় কম।

রোববার ( জুলাই) প্রকাশিত বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) হালনাগাদ প্রতিবেদনে মুল্যস্ফীতির বিষয়টি জানানো হয়েছে। প্রতিবেদন থেকে জানা গেছে, মে মাসের তুলনায় জুনে সার্বিক মূল্যস্ফীতি কমেছে .১৭ শতাংশ। খাদ্য খাদ্যবহির্ভূত খাতে সামান্য কমেছে মূল্যস্ফীতির হার।

মে মাসে দেশে সার্বিক মূল্যস্ফীত ছিল দশমিক ৮৯ শতাংশ। সেখান থেকে কিছুটা কমে জুনে এসে দাঁড়িয়েছে দশমিক ৭২ শতাংশে। জুনে শহরে সাধারণ মূল্যস্ফীতির হার দশমিক ৫৮। একই সূচকে  গ্রামে মূল্যস্ফীতি দশমিক ৮১ শতাংশ।

তথ্য বলছে, মে মাসে সাধারণ মজুরি সূচক ছিল দশমিক ৮৮ শতাংশ। সেখান থেকে কিছুটা বেড়ে জুনে হয়েছে ৭ দশমিক ৯৫ শতাংশ। এ অবস্থায় ব্যয়ের খাত নিয়ে হিমশিম খেতে হচ্ছে নির্ধারিত ও স্বল্প আয়ের মানুষদের।

 

বিডি২৪অনলাইন/ই/এমকে

 


মন্তব্য
জেলার খবর