টি-টোয়েন্টি বিশ্বকাপে দলের ব্যর্থতার পর শ্রীলঙ্কা ক্রিকেট দলের প্রধান কোচের পদ থেকে সরে দাঁড়ান ক্রিস সিলভারউড। তার সেই জায়গায় দায়িত্ব দেওয়া হয়েছে দেশটির সাবেক অধিনায়ক সনাথ জয়সুরিয়াকে। সামনে ঘরের মাঠে ভারতের বিপক্ষে এবং ইংল্যান্ড সফরে দায়িত্ব পালন করবেন তিনি।
এর আগে গত বছরের ডিসেম্বরে এক বছরের জন্য শ্রীলঙ্কার ক্রিকেটের পরামর্শক হিসেবে নিযুক্ত করা হয় জয়সুরিয়াকে। কিন্তু বিশ্বকাপ ব্যর্থ হওয়ার পর পরামর্শকের দায়িত্ব থেকে সরে দাঁড়ান ৫৫ বছর বয়সী সাবেক এ তারকা ক্রিকেটার। কোচ হিসেবে অভিজ্ঞ না হলেও শ্রীলঙ্কার নির্বাচক হিসেবে বিভিন্ন সময় কাজ করেছেন তিনি।
আন্তর্জাতিক ক্রিকেটের তিন ফরম্যাট মিলিয়ে মোট ৫৮৬ ম্যাচে ২১ হাজার ৩২ রান সংগ্রহক করেছেন জয়সুরিয়া। আর বল হাতে শিকার করেছেন ৪৪০ উইকেট। এবার নতুন ক্যারিয়ার শুরু করছেন তিনি।
চলতি জুলাই মাসেই ঘরের মাঠে ভারতের বিপক্ষে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলবে শ্রীলঙ্কা। এরপর ইংল্যান্ডে টেস্ট সিরিজ খেলবে তারা।
বিডি২৪অনলাইন/এস/এমকে